বিআরটিএ সার্ভিস পোর্টাল (বিএসপি) বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর একটি অনলাইন সেবা প্রদানের মাধ্যম যেখানে ড্রাইভার, গাড়ি মালিক, গাড়ি বিক্রেতাদের নিবন্ধিত করা হয় এবং শিক্ষানবিশ ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড ড্রাইভিং লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্স নবায়ন, ডুপ্লিকেট ড্রাইভিং লাইসেন্স ইত্যাদি সেবার জন্য আবেদন এবং অনলাইনে ফি প্রদান করা যায়। তাছাড়া মোবাইল ম্যাসেজ (এসএমএস) এর মাধ্যমে প্রদত্ত সেবাসমূহঃ মোবাইল মেসেজের মাধ্যমে (বিআরটিএ) এর সেবা সমূহ চেক করা যাচ্ছে - মোটরযানের ডিজিটাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট (ডিআরসি) বা স্মাট কার্ড তৈরি হওয়ার তথ্য জানার জন্য আপনার মোবাইল মেসেজ অপশন থেকে NP স্পেস DRC লিখে 26969 এ SMS পাঠান। মোবাইল মেসেজের মাধ্যমে ড্রাইভিং লাইসেন্স স্মাট কার্ড তৈরি হওয়ার তথ্য জানার জন্য আপনার মোবাইল মেসেজ অপশন থেকে DL লিখে 26969 নম্বরে পাঠিয়ে দিলে ফিরতি মেসেজে ড্রাইভিং লাইসেন্সের তথ্য জনানো হবে। বিআরটিএ'র সেবার মান উন্নয়নের লক্ষ্যে ওয়েবসাইট (www.brta.gov.bd) এর মাধ্যমে সকল সেবা প্রদান করা হচ্ছে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস